পশ্চিম গুজরায় আগুনে পুড়ল সাত বসতঘর

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের গোলজারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হল স্থানীয় মোহাম্মদ ইউছুপ, ইকবাল হোসেন, রেজাউল করিম, দুলাল মিয়া, সাহাদাত হোসেন, জসিম উদ্দিন ও মজুনা বেগম।
আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, রাত প্রায় ১টার দিকে আগুনের সূত্রপাত হয়ে একে একে পাশাপাশি সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য ঘর রক্ষা করে। যে ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই ঘরে কোনো মানুষ ছিল না।
এদিকে গতকাল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বস্তা করে চালসহ ১৫ দিনের নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা দিয়েছে। এসময় তিনি বলেন, আগুনে একটি পরিবারের সাত ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ সব কিছু পুড়ে গেছে। অন্যান্যদের ঘর থেকেও কিছু বের করা সম্ভব হয়নি। জিনিসপত্রের সঙ্গে আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজও।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না