পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরেরর গুরুত্বপূর্ণ সড়কটি প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম। এতে আরো বক্তব্য রাখেন, ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, হাসান শরীফ, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম জুয়েল, মো. আমিন, মো. আনোয়ার, মো. রুনেল, সুজন বড়ুয়া, সাকিব হোসেন, আনিসুল ইসলাম, নুরুল ইসলাম রুবেল, জাবেদুল, মো. আতিক, তৌহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকার নির্যাতন করে আন্দোলন দমন করতে চায়
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় আগুনে পুড়ল সাত বসতঘর