শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

শহীদ হালিমলিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ২২ মে দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। শহীদ হালিমলিয়াকত স্মৃতি সংসদ চন্দনাইশসাতকানিয়া (আংশিক) জোনের ব্যবস্থাপনায় ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও মুহাম্মদ মোসলেহ উদ্দীন এবং মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মো. জসিম উদ্দীন জনি। সংবর্ধেয় অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মো. লোকমান হাকিম, প্রভাষক মুহাম্মদ রাশেদুল হাসান মুরাদ, এম. এ আউয়াল।

বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এম. আবু নাছের তালুকদার, আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী।

বিশেষ বক্তা ছিলেন নুরুল্লাহ্‌ রায়হান খাঁন, মুহাম্মদ নুর উদ্দীন। অতিথি ছিলেন মো. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ আ..ম আহমদ রেজা নক্সবন্দী, শাহ কামাল মোস্তফা, নুরুল আলম, মুহাম্মদ আবু ছালেহ, ডা. আব্দুর রহমান, ডা. কলিম উদ্দীন, ইমতিয়াজ আহমদ খান, মোখতার হোসাইন শিবলী, আকতার কামাল খান, খায়ের আহমদ রুবেল। বক্তব্য রাখেন আবু সুফিয়ান, নাসির উদ্দীন, জিসান, আয়ুব আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট শিক্ষা কার্যক্রমে নিজেদের মনোনিবেশ করতে হবে
পরবর্তী নিবন্ধখেলাঘর সীতাকুণ্ডের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে