স্মার্ট শিক্ষা কার্যক্রমে নিজেদের মনোনিবেশ করতে হবে

নবীনবরণ অনুষ্ঠানে চবি উপাচার্য

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চবির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ অহিদুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান, সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ, কঙবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সানজিদা শারমিন রীমা।

উপাচার্য বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট শিক্ষা কার্যক্রমে নিজেদেরকে মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপাচার্য এবং সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চবির সভাপতি সুজায়েনা বিনতে ওমর (ঐশী) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী রিজাউর রহমান ও ঋতু পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোরারগঞ্জে সার্বজনীন পেনশন রেজিস্ট্রেশন উদ্বোধন
পরবর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ