খেলাঘর সীতাকুণ্ডের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

সুরাঙ্গন খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলনে এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন বলেন, খেলাঘরের মাধ্যমেই আলোকিত মানুষ গড়ে উঠবে। সুরাঙ্গন খেলাঘর আসর সীতাকুণ্ডের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সুনামের সাথে। ছোটছোট শিশুদের নিয়ে তাদের এই পথচলা খুবই আনন্দপূর্ণ ও সুন্দর। আমরা সুরাঙ্গনের এসব কার্যক্রমে মুগ্ধ হই। আমরা চাই সুরাঙ্গনের সামনের পথচলা উত্তরোত্তর সমৃদ্ধ হোক। এজন্য আমরা আমাদের সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেব। গত ২৪ মে সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিল্পী মৃণাল কান্তি ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় সাংগঠনিক অধিবেশনে পরেশ দাশগুপ্তকে সভাপতি ও ঋক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সুরাঙ্গণ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খেলাঘর মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পরেশ দাশগুপ্তের সভাপতিতে এতে উপস্থিত ছিলেন হান্নান চৌধুরী, দেবাশিস ভট্টাচার্য, পলাশ চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, লিটন কুমার চৌধুরী, তপন মজুমদার। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আ..ম দিলসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন মনোয়ার জাহান মনি, রুবেল দাশ প্রিন্স, নীলিমা বড়ুয়া, জাহিদুল ইসলাম চৌধুরী, অমর কুমার শীল, সুজিত পাল, সমীরণ ভট্টাচার্য্য, বিজয় চন্দ্র রায়, আশোক দাশ, মুন্নী সেন, টিটু রঞ্জন দাশ, বাসু দেব নাথ প্রমুখ। এতে ‘মানুষ গড়ে খেলাঘর ’ শিরোনামে গীতিনাট্য পরিবেশন করে সুরাঙ্গন খেলাঘর আসর। সম্মেলনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনজরুলের অসাম্প্রদায়িক জীবনাদর্শ অনুসরণের আহ্বান