বোয়ালখালীতে বেলাল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

মাদক ও মোবাইলের প্রতি আসক্তি কমাতে খেলাধুলার কোনো বিকল্প নাই। বেলাল চেয়ারম্যান উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। এ জন্য তিনি খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানান। বোয়ালখালীর ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলাল হোসেন বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলকে গ্রাম অঞ্চলের যুবক, কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে বেলাল চেয়ারম্যান উনু্মক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত শুক্রবার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সারোয়াতলীর স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফটিকছড়ি নবীন সংঘ এবং আমতলা ক্রীড়া সংঘ। খেলা শেষে বিজয়ী ফটিকছড়ি নবীন সংঘের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। এসময় উপস্থিত ছিলেন ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলাল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল মোকারম, সদস্য সচিব আরিফুল হাসান রুবেল, জসিম উদ্দিন, নাছির উদ্দিন, জামাল উদ্দিন, আবুল মনছুর, তৌহিদুল আলম, সেলিম উদ্দিন, তারেকুল ইসলাম, শওকত হোসেন সজিব, শেখ জাহেদ, সেলিম উল্লাহ, রাশেদুল আলম, তানিম, হাছনাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশফিক বসাক এন্ড কোংয়ের শট পিচ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধউচ্চ লাফে ব্রোঞ্জ জিতলো চট্টগ্রামের পূর্ণা