উচ্চ লাফে ব্রোঞ্জ জিতলো চট্টগ্রামের পূর্ণা

শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্বিতীয় দিনে চট্টগ্রাম আরো একটি পদক পেয়েছে। বালিকাদের উচ্চ লাফ ইভেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পূর্ণা চাকমা ৩য় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করে। সে ১.৩৩ মিটার উচ্চতা অতিক্রম করে। স্বর্ণপদক লাভে যথেষ্ট সম্ভাবনা থাকলেও ব্রোঞ্জ নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। আগের দিন প্রতিযোগিতায় বালকদের ১০০ মিটার ইভেন্ট চট্টগ্রামের আলিম হোসেন মারুফ দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করে। আজ মেয়েদের ৪০০ মিটার দৌড়ে চট্টগ্রাম অংশ নেবে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজারের দায়িত্বে আছেন সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দিন। প্রশিক্ষক হিসেবে চট্টগ্রাম দল পরিচালনা করছেন সাবেক জাতীয় কৃতী এ্যাথলেট এবং সাংবাদিক এম সরওয়ারুল আলম সোহেল। তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা গত শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বেলাল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধতাসকিনকে শুরু থেকে পাওয়ার আশা বিশ্বকাপে