বিএসইসির সেরা মার্চেন্ট ব্যাংকের পুরস্কার পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” এ ভূষিত হয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। ২০২৩ সালে পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানিটি মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছে।

গত ২২ মে রাজধানীর এক হোটেলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে মার্চেন্ট ব্যাংক বিভাগের প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউলইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, বিএসইসির কমিশনারগণ, কর্মকর্তাবৃন্দ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের পর ওমর তৈয়ব বলেন, এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমরা গর্বিত। এটি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের ও উদ্ভাবনী সেবা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এবং আমাদের কর্মদক্ষতার স্বীকৃতি। আমরা সর্বোত্তম কর্পোরেট গভার্ন্যান্স অনুসরণ করি এবং আমাদের কর্পোরেট সংস্কৃতি গ্রাহক কেন্দ্রীকতা, উদ্ভাবন ও টেকসই পারফরম্যান্সকে প্রাধান্য দেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের অসাম্প্রদায়িক জীবনাদর্শ অনুসরণের আহ্বান
পরবর্তী নিবন্ধঅনন্যা হবে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক : সিডিএ চেয়ারম্যান