বিমানের কক্সবাজার ও কলকাতার ফ্লাইট বাতিল

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজার ও কলকাতার পথে আজ রোববারের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত রাতে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম। তিনি বলেন, রেমালের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজারগামী রোববারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে রোববার সন্ধ্যার কলকাতাগামী একটি ফ্লাইট (বিজি৩৯৫) এবং সোমবার সকালের কলকাতার আরেকটি ফ্লাইট (বিজি৩৯১) বাতিল করা হয়েছে। এছাড়া অন্য গন্তব্যের ফ্লাইটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খবর বিডিনিউজের। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে গতকাল সন্ধ্যায় তা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়। আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ কবীর রাত ১০টায় বলেন, বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের কলকাতা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করবে। আজ রোববার সকালে এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে। দুপুরের পর এটি আঘাত হানতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান ও দুই প্রশিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল