প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গতকাল শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রতিনিধি দলের সদস্য রয়েছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সফর শেষে ৫ জুন দেশের ফিরবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবিমানের কক্সবাজার ও কলকাতার ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধহালিশহর রহমানিয়া দরবারে দোয়া মাহফিল