‘নাট হাত দিয়ে খোলার কথা নয়, এটি অন্তর্ঘাতমূলক কাজ’

গ্রেপ্তার বাইজীদ রিমান্ডে

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর রেলিংয়ের নাট কোন উদ্দেশ্যে খুলেছিলেন, তা জানতে বাইজীদ তালহাকে (৩০) সাত দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সেতু উন্মুক্ত হওয়ার দিন নাট খুলে ফেলার দৃশ্য নিয়ে ‘টিকটক’ ভিডিও ভাইরাল হওয়ার পর এই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাকে পাঠানো হয় আদালতে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, ১০ দিনের রিমান্ড চেয়ে শরীয়তপুরের আদালতে উঠানো হয় বাইজীদকে। আদালত সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে। বাইজীদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে বলে এই সিআইডি কর্মকর্তা জানান। গত রোববার বাইজীদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার বিরুদ্ধে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলাটির তদন্ত করছে সিআইডি। খবর বিডিনিউজের।

গতকাল দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তা রেজাউল বলেন, নাট হাত দিয়ে খোলার কথা নয়; এটি একটি ‘অন্তর্ঘাতমূলক’ কাজ। তিনি বলেন, পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে শিথিলতার সুযোগে বাইজীদ তালহা নামের এক যুবক অসৎ উদ্দেশ্যে খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট, যা তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হয়।

রেজাউল মাসুদ বলেন, কোনো কাজে ত্রুটি দেখলে সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত। সেতু কর্তৃপক্ষকে জানানো, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। তালহা যেটাকে পুঁজি করে, ভিডিও করে ভাইরাল করেছে এবং মানুষের ইমোশনকে আঘাত দিয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় অপরাধ।

নাট খুলতে কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে কিনা, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রেজাউল মাসুদ বলেন, তদন্ত চলছে। এই ভিডিও ছাড়াও আরও কিছু ভিডিও পুলিশের হাতে আছে। আর এটা তদন্তাধীন বিষয়। প্রাথমিকভাবে তার কাছে ডিভাইস পেয়েছি, মোবাইল জব্দ করেছি। তিনি বলেন, একজন অপরাধ করার পরে যে ধরনের কর্মকাণ্ড থাকে, তালহার ভেতর তা পাওয়া গেছে। যেহেতু মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলা। কোনো কিছু যেনতেনভাবে করতে চাচ্ছি না।

তিনি আরো বলেন, সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, এভাবে হাত দিয়ে খোলা সম্ভব না। তাহলে সহজেই বোঝা যাচ্ছে এখানে ইন্সট্রুমেন্ট…।
অনেক তথ্য আসতেছে, আপনাদের কাছেও আসতেছে। সিআইডি পুলিশের অ্যাপেঙ ইনভেস্টিগেশন উইং। এখানে কথা বলব, দায়িত্বশীলতার কথা বলব।

পূর্ববর্তী নিবন্ধশাটল ট্রেনে শিক্ষার্থীদের ভোগান্তির অবসান হোক
পরবর্তী নিবন্ধরাতের আলোর উজ্জ্বলতা দিয়ে বন্যার ঝুঁকি পরিমাপের অভিনব গবেষণা