পরীক্ষার হলে মোমবাতি সাথে নিয়ে আসার নির্দেশ

সরকারি কমার্স কলেজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতার কারণে পরীক্ষার হলে চার্জলাইট/মোমবাতি সাথে নিয়ে আসতে পরীক্ষার্থীদের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৮ মে) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে জারীকৃত অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ এর আহবায়ক ড. মোহাম্মদ তৌহিদুল রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দূুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতার কারণে সাময়িকভাবে পরীক্ষার হলে আলোর স্বল্পতা হতে পারে। সেজন্য পরীক্ষার্থীদেরকে ছোট চার্জলাইট/মোমবাতি সাথে রাখার জন্য নির্দেশক্রমে পরামর্শ দেওয়া যাচ্ছে।

জানা যায়, সামনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটি জারী করে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন আল আজাদ গতকাল বৃহস্পতিবার রাতে আজাদীকে বলেন, কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাতের কারণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় সাময়িক অসুবিধায় পড়তে হয়েছিল। ঐদিন কোনরকম চার্জলাইট/মোমবাতি দিয়ে চলে। তবে আমার বেকআপ আছে। এখন তো প্রাকৃতিক দূর্যোগের সময় সেজন্য ভবিষ্যৎ সতর্কতা স্বরুপ এই পদক্ষেপ। এইটা তেমন কিছু নয়।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ৪৮,৫৮৬টি হিসাব স্থগিত
পরবর্তী নিবন্ধবাকিতে মাছ কিনে তিন কোটি টাকা আত্মসাৎ