থামছে না দুই শিশু কন্যার কান্না

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

চকরিয়ায় ব্যবসা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন লোহাগাড়ার যুবক লতিফ উল্লাহ (৩৮)। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফি মিয়াজি পাড়ার মৃত মো. ইলিয়াছ সওদাগরের পুত্র। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, নিহতের মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সেলিনা আক্তার। পিতাকে হারিয়ে দুই কন্যা সন্তান লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত কমসুরাতের (৬) কান্না যেন থামছেই না। তাদের এ আহাজারি দেখে উপস্থিত সবার চোখ হয়ে পড়ছে অশ্রুসজল।
নিহতের ভাগিনা মারুফুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর পূর্বে পৈত্রিক সূত্রে ব্যবসা করতে যান চকরিয়ায়। কয়েক বছর পর ‘লাবিবা এন্টারপ্রাইজ’ নামে নিজে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। প্রায় ৩ বছর ধরে মামা চকরিয়ায় সপরিবারে বসবাস করে আসছিলেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। তবে ঘটনারদিন মামী ও সন্তানেরা লোহাগাড়ার গ্রামের বাড়িতে ছিলেন। কারো সাথে মামার ব্যবসায়িক বিরোধ ছিল বলে শুনি নাই। মামাকে কেন এভাবে প্রাণ দিতে হল বুঝে উঠতে পারছি না। হয়তো দুর্বৃত্তরা টাকা লুট করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, নিহত লতিফ উল্লাহ এলাকায় সজ্জন হিসেবে পরিচিত। তার এমন পরিণতি মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্তপূর্বক হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধচোখে মরিচের গুঁড়া মাথায় দায়ের কোপ