বন্ধ হলো বঙ্গবন্ধু টানেল

আজাদী অনলাইন | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:১৬ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ মে) দুপুর থেকে টানেলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আজ দুপুর থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ৬টার পর আবার চালু হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের ২ দিন আগে চন্দনাইশ চেয়ারম্যান প্রার্থী জুনুর প্রার্থিতা বাতিল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক