নির্বাচনের ২ দিন আগে চন্দনাইশ চেয়ারম্যান প্রার্থী জুনুর প্রার্থিতা বাতিল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:০২ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ২ দিন আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু (প্রতীক-ঘোড়া) প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আজ ২৬ মে দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনসহ অপরাধ সংঘটনের জন্য ব্যাখ্যা প্রদানের জন্য রবিবার সকাল ১১টায় নির্বাচন ভবনে উপস্থিত হন চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু।

এ সময় তিনি দফা অনুযায়ী জবাব দেন। কমিশন তা শুনে তার প্রার্থিতা বাতিলের সিন্ধান্ত দিয়েছেন।

উল্লেখ্য, যষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু আহমদ চৌধুরী জুনু।

তার বিরুদ্ধে অভিযোগ গত ১৩ মে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ওইদিন দুপুরে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের (প্রতীক-মোটরসাইকেল) প্রতিনিধি মোঃ মোরশেদুল আলমের সাথে বাক-বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ঘটনাস্থলেই উচ্চস্বরে একশত ব্যক্তির লাশ ফেলে দেয়ার হুমকি দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে জানান, চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনুর নির্বাচনী আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনে শুনানি ছিল।

প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের শুনানি হয়। শুনানি শেষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে না পারলেও কর্তৃপক্ষ সম্পূর্ণ একতরফাভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আদালতের আশ্রয় নেওয়ারও কোন সুযোগ দেয়া হচ্ছেনা। শুনানি শেষে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও নকল না দেয়ার অভিযোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ
পরবর্তী নিবন্ধবন্ধ হলো বঙ্গবন্ধু টানেল