লায়ন্স আই হাসপাতালের নতুন পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিনকে সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের সদ্য প্রাক্তন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিনের লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না। এই সময় হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিঙ ও কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডা. মো. মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর সরকারি কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে আগত রোগীদের চিকিৎসা সেবায় যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আগামী ১ জুন লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের নতুন পরিচালক হিসেবে যোগদান করবেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বর্তমানে পিআরএলে আছেন। দীর্ঘ ৩০ বছর সরকারি চাকরি জীবনে তিনি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সেন্ট্রাল মেডিকেল সাব ডিপোর উপপরিচালক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট অ্যাপসের মাধ্যমে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে
পরবর্তী নিবন্ধকানে সেরা কলকাতার অনুসূয়া