সাতকানিয়ায় কাঠের সাঁকো পার হতে গিয়ে ব্যাটারিচালিত রিকশা খালে

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৫:১১ অপরাহ্ণ

নির্মাণাধীন একটি ব্রিজের পাশে মানুষের চলাচলের জন্য নির্মিত উঠার নিষেধ না মেনে সাঁকো পার হওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত একটি অটোরিক্সা চালকসহ খালে পড়ে গেছে। এতে চালক আহত হন এবং অটোরিকশাটিও ভেঙে যায়।

রবিবার (২৬ মে) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী সুয়ালক খালের উপর চলমান নির্মিত ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সিকদার দৈনিক আজাদীকে বলেন, সুয়ালক খালের ওপর ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। কাজ চলাকালীন মানুষের যাতায়তের সুবিধার জন্য কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়। তবে সেটির ওপর যান চলাচল নিষেধ ছিল।

তবে নিষেধ না মেনে পুরানগড় ইউনিয়নের হাশেমপাড়ার মোহাম্মদ জাফরের ছেলে রিক্সাচালক রাজীব উদ্দিন ভুট্টো (২৬) মালামাল নিয়ে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে গিয়ে আহত হয় এবং তার রিকশাটি ভেঙে যায়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর ওরস সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ