ফটিকছড়িতে মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর ওরস সম্পন্ন

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৫:০৭ অপরাহ্ণ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছুল আযম মাইজভাণ্ডারী সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক:) শাহজাদা গাউছে দাওরা সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর (ক:) পবিত্র উরস গত রোববার মহাসমারোহে দরবারে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে খতমে কুরআন, বাজামাত সালাত, মিলাদ, ওয়াজ মাহফিল, তাবারুক বিতরণ করা হয়। আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহ ও দেশের সার্বিক মংগলের জন্য দোয়া করেন আওলাদে রসুল (দ:) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (ক:) ডা আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (ম:)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওতে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কাঠের সাঁকো পার হতে গিয়ে ব্যাটারিচালিত রিকশা খালে