আবৃত্তিতে দেশসেরা রাঙ্গুনিয়ার শুভ্রা, পেলেন জাতীয় পুরস্কার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

আবেগমাখা কণ্ঠের আবৃত্তিতে আগেও বাহবা পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে শুভ্রা চক্রবর্তী। এজন্য নিজের স্কুলকলেজ থেকেও অসংখ্যবার পেয়েছেন স্বীকৃতি, মিলেছে পুরস্কার। এবার আরও বড় স্বীকৃতি। একেবারে দেশ সেরা। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় আবৃত্তিতে সারা দেশে তৃতীয় হয়েছেন রাঙ্গুনিয়ার মেয়ে শুভ্রা চক্রবর্তী। এর আগে ২০২২ সালের শিক্ষা সপ্তাহ’র আয়োজনেও রচনা প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন তিনি। জানা যায়, শুভ্রা চক্রবর্তীর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট এলাকার কানুরখীল গ্রামে। রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও উপজেলা প্রশাসন থেকেও অসংখ্যবার গান ও আবৃত্তিতে পুরস্কৃত হয়েছিলেন তিনি।

শুভ্রা চক্রবর্তী জানান, বইপড়া তাঁর প্রিয় নেশা, নিজের সংগ্রহে রয়েছে ৩ শতাধিক বই। তারই সুবাদে বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম অঞ্চলেরও একজন সক্রিয় সদস্য তিনি। প্রাতিষ্ঠানিকভাবে ৬ বছর ধরে আবৃত্তির সাথে জড়িত এবং বর্তমানে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতেও আবৃত্তি প্রশিক্ষণার্থী হিসেবেও রয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনজরুল পরিবারের চাওয়া, ‘দুর্গম গিরি’ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হোক
পরবর্তী নিবন্ধবংশীর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান আজ