হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষ ১৪৪৬ বরণে হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা গতকাল শনিবার নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন মাহমুদ। মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম।

সভায় বক্তারা বলেন, দেশের যুব তরুণদের এক বড় অংশই আজ বিপথগামী ও দিশেহারা। অনেকে বেকারত্ব ও কর্মহীন হয়ে হতাশায় নিমজ্জিত। এই সম্ভাবনাময়ী যুব তরুণদের নিয়ে সরকারী বড় কোনো পরিকল্পনা ও উদ্যোগ নেই। বক্তারা বলেন, যুবতরুণদেরকে বিপথগামিতা ও কর্মহীনতার বৃত্ত থেকে বেরিয়ে আনা গেলে তারুণ্যের শক্তিতে দেশকে ভেতর থেকে বদলে দেয়া সম্ভব। সুস্থ নির্মল সংস্কৃতির প্রসার ঘটিয়ে যুবসমাজকে বিপথগামিতা থেকে বাঁচাতে হবে। সভায় আলোচনায় অংশ নেন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলী হোসাইন, প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ কবির উদ্দিন নুরী, মুহাম্মদ আমান উল্লাহ, সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মামনুর রশিদ জাবের, আব্দুল্লাহ আল মাসুম, মুহাম্মদ ওসমান গণি কাদেরী, মুহাম্মদ নুরে রহমান রনি, সৈয়দ মুহাম্মদ তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় মাদক মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান ও দুই প্রশিক্ষক গ্রেপ্তার