পতেঙ্গায় মাদক মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা থানার উপপরিদর্শক কিশোর বড়ুয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. কামাল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯() ও ৯() ধারায় ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত। এ সংক্রান্ত সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে ১২৮৪ টাকা
পরবর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা