তৃতীয় বিভাগ ফুটবল লিগের ফলাফল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল শনিবার অনুষ্ঠিত দুটি খেলাতেই পয়েন্ট ভাগাভাগি হয়েছে। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় আবদুস সোবহান ফুটবল দল এবং শতাব্দী গোষ্ঠী গোলশূন্য ড্র করে। দ্বিতীয় খেলায় অংশ নেয় সিটি টাইগার্স এবং পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। এ খেলাটিও গোলশূন্যভাবে শেষ হয়। আজ সকাল ৯.৩০টায় আলোর ঠিকানা বনাম ফ্রেন্ডস ক্লাব এবং দিনের ২য় খেলা সকাল ১১.৩০ টায় শতদল জুনিয়র বনাম বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাগীশ্বরী সংগীতালয়ের নজরুল জয়ন্তী
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট সুপার লিগের খেলা পরিত্যক্ত