১ম বিভাগ ক্রিকেট সুপার লিগের খেলা পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট সুপার লিগে শতাব্দী গোষ্ঠী এবং কোয়ালিটি স্পোর্টসের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নির্ধারিত তারিখ এবং ভেন্যু পরিবর্তন করে এ খেলা আয়োজন করা হয়। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল ২৫ মে অনুষ্ঠিত খেলাটিতে শতাব্দী গোষ্ঠীর ইনিংস শেষ হয়েছিল। এতে টসে জিতে শতাব্দী গোষ্ঠী নির্ধারিত ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল। জবাবে কোয়ালিটি স্পোর্টস ২.১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৩ রান তোলার পরে খেলা বন্ধ হয়ে যায়। এতে করে দুটি দলই ১টি করে পয়েন্ট অর্জন করেছে। সুপার ফোর পর্বে ২ খেলা শেষে শতাব্দী গোষ্ঠী ৪ এবং কোয়ালিটি ১ পয়েন্ট পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ দাবা লিগে ৪ দল শীর্ষে