১ম বিভাগ দাবা লিগে ৪ দল শীর্ষে

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ দাবা লিগের ২য় রাউন্ড শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব, ডবলমুরিং ক্লাব ও টাউন ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ২য় রাউন্ডে মুক্তিযোদ্ধা ৪০ তে রাইজিং স্টারকে, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪০তে হালিশহর লাকী ক্লাবকে, ডবলমুড়িং ৪০তে ফ্রেন্ডস ক্লাবকে, টাউন ক্লাব ৩১ পয়েন্টে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। দিনের অন্যান্য খেলায় এম এইচ স্পোর্টিং ক্লাব ৩১ এ মাদারবাড়ি উদয়নকে, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৩১ এ ক্যাথলিক ক্লাবকে, আগ্রাবাদ নওজোয়ান ৩১ এ কল্লোল সংঘকে, শতাব্দী গোষ্ঠী ২..৫ এ ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে এস এ ৩১ এ কল্লোল গ্রীণকে, চিটাগাং ক্লাব ৩১ এ রাফা ক্রিকেট ক্লাবকে, চট্টগ্রাম আবাহনী লি. ১ এ কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে।

লিগে অংশ নেয়া ২৫ টি দলে ১৩৩ জন দাবাড়ৃ অংশগ্রহণ করছেন। নয় রাউন্ড সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা টুর্নামেন্ট আগামী ৩০ মে শেষ হবে। টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে নুরুল আমিন, এন্টি চিটিং আরবিটর হিসেবে সৈয়দ আব্দুল আহাদ দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট সুপার লিগের খেলা পরিত্যক্ত
পরবর্তী নিবন্ধসিটি টাইগার্স দলের জার্সি উন্মোচন