টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্পিনিং মিল পরিদর্শন

পোর্ট সিটি ভার্সিটি

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীরা গত ১৭ আগস্ট বালুচরায় অবস্থিত পিএইচপি স্পিনিং মিল পরিদর্শন করেন। এই পরিদর্শনে শিক্ষার্থীরা তন্তু হতে সুতা প্রস্তুতকরণ প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞানার্জন করেন। এই পরিদর্শনের তত্ত্বাবধানে ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ও টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ এবং বিভাগীয় সভাপতি জুবায়ের বিন সাঈদ অলিসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

পিএইচপি স্পিনিং মিলের সিনিয়র মহাব্যবস্থাপক মকবুল হোসেন বলেন, এ জাতীয় ভিজিটের মাধ্যমে ছাত্রছাত্রীরা কারখানার পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান আহরণ করে যা তাদের ভবিষ্যত কর্মজীবনের জন্য সহায়ক। পিএইচপি কর্তৃপক্ষ ভবিষ্যতেও তাদের কারখানা পরিদর্শন, ইন্টার্নশিপ ও চাকুরির বিষয়ে টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধগ্রেনেড হামলা দিবস দক্ষিণ জেলা যুবলীগের আলোচনা সভা