গ্রেনেড হামলা দিবস দক্ষিণ জেলা যুবলীগের আলোচনা সভা

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫২ পূর্বাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল সোমবার বিকালে আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বর ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমা হারুন লুবনা। বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম, এড. শাহাদাত কবির বাহাদুর, মাঈনউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, রাজু দাশ হিরু, সিরাজুল ইসলাম চৌধুরী, জাহিদুল হক চৌধুরী মার্শাল, মাহবুবুর রহমান, কুতুব উদ্দিন শাহ ইমন, আবদুল হান্নান লিটন, নাজিম উদ্দিন হায়দার, ইমরান উদ্দিন বশির, মাসস্টার লিটন নাথ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্পিনিং মিল পরিদর্শন
পরবর্তী নিবন্ধচসিক মেডিকেল ইনচার্জদের ডেঙ্গু পরীক্ষাকীট ও মশারি প্রদান