ওয়েল গ্রুপের সৈয়দ নজরুল ইসলাম চিটাগাং চেম্বারের নতুন পরিচালক

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বারে প্রথমবারের মত পরিচালক হলেন ওয়েল গ্রুপের পরিচালক এবং বিজিএমইএ’র ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গত ২১ মে চেম্বারের অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় চেম্বারের বর্তমান বোর্ডে একজন পরিচালকের শূণ্যপদ পূরণের লক্ষ্যে সৈয়দ নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে সকলের সম্মতিক্রমে তাকে চেম্বারের পরিচালক হিসেবে কোঅপ্ট করা হয়। উল্লেখ্য, চিটাগাং চেম্বারের ২০২৩২০২৪ ও ২০২৪২০২৫ মেয়াদের বোর্ড অব ডাইরেক্টর্স হতে পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর তাঁর পদ থেকে ইস্তফা দেয়ার প্রেক্ষিতে চেম্বারের বর্তমান বোর্ডে পরিচালকের একটি পদ শূণ্য থাকে। তাই চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী ঐ শূণ্য পদ পূরণে সৈয়দ নজরুল ইসলামকে চেম্বারের পরিচালক হিসেবে কোঅপ্ট করা হয়।

উল্লেখ্য, ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ২০২১২৩ মেয়াদে বিজিএমইএএর ১ম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১২০১২ এবং ২০১৩২০১৪ মেয়াদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল চট্টগ্রাম জেলার প্রাক্তন প্রেসিডেন্ট, মা ও শিশু হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, চিটাগাং ক্লাব এবং ভাটিয়ারী গল্‌ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সদস্য। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ৭ দফা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা