প্রিয় রাসুলের (দ.) প্রতি প্রেম একজন ঈমানদারের মূলধন

ফতেয়াবাদে ত্বরিকত কনফারেন্সে মোর্শেদে আজম

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স গতকাল শুক্রবার বাদে জুমা হতে হাটহাজারী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (.) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

তিনি তাঁর বক্তব্যে বলেনপ্রিয় রাসূল (.) এর মুহাব্বত একজন ঈমানদারের মূলধন। রাসূলুল্লাহ (.) কে সব কিছুর উর্ধ্বে এমনকি নিজের জীবনের চেয়েও অধিকতর মুহাব্বত করতে না পারলে ঈমানের পরিপূর্ণতার স্তরে পৌঁছানো সম্ভব হয় না। নবীজির মুহাব্বত এর বহিঃপ্রকাশ হলো সর্বাবস্থায় রাসূল (.) কে অনুকরণঅনুসরণ করা। প্রিয় রাসূল (.) কে পরিপূর্ণ অনুসরণঅনুকরণ করে নবীজির অকৃত্রিম মুহাব্বত অর্জনের মধ্য দিয়ে খলিফায়ে রাসুলের অনন্য মকাম অর্জন করেছেন খলিফায়ে রাসুল (.) হযরত গাউছুল আজম (রাঃ)। তিনি একীনেএবাদতেএখলাসে নিজের জীবনকে এমনভাবে সাজিয়েছেন যা তার সকল কাজেকর্মে ফুটে উঠতো প্রিয় নবীজির ভালোবাসা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ও সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, নানুপুর মাজহারুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দীন আহমেদ মাদানী, প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ নুর খান। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্রিজের গোড়ায় মাটি ধস
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে চার হেভিওয়েটের মধ্যে লড়াইয়ের আভাস