দেওয়ানবাজারে বাসায় চুরির মামলায় দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানবাজার মাছুয়াঝর্ণা এলাকার একটি বাসায় চুরির ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত একটি চাবির ছড়া উদ্ধার করা হয়েছে। গত বুধবার নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. সাজু ওরফে সাজু ভুঁইয়া (৩০) এবং মো. ফয়সাল (২৬)। সাজু বর্তমানে কোতোয়ালীর বলুয়ার দিঘী এবং ফয়সাল বাকলিয়ার মাস্টারপুল এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ জানায়, গত ২১ মে রাত সাড়ে ৯টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যকার সময়ে দেওয়ানবাজার মাছুয়াঝর্না ১৮ নম্বর গুরা মিয়া চৌধুরী লেন সালাম সওদাগরের বাড়ির টিনশেডে চুরির ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম ওবায়েদুল হক জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে ও সিসি ক্যামেরা পর্যালোচনা করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর ১৯তম বোর্ড অব ট্রাস্টির সভা
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই যুবক আটক