বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই যুবক আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বাসচালক এবং অপরজন মোটর সাইকেল চালক। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, বাসচালক শওকত ওসমান (৩৩) এবং মোটর সাইকেল চালক মো. শাহজাহান (৩২)। পুলিশ বলছে, ওই দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তাদের মাদক পরিবহন কাজে ব্যবহৃত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল ব্যবহার করে কঙবাজার থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করতো। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চাদগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানবাজারে বাসায় চুরির মামলায় দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা