চুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের আইকিউএসি উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএস এপিএ সেলের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. মোখতারুল মোস্তাফা টিপু। রিসোর্স পার্সন ছিলেন ইউজিসির উপপরিচালক মৌলি আজাদ এবং ইউজিসির সহকারী সচিব মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি বলেন,স্বচ্ছতা ও জবাবদিহিতা যেকোন অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে যেতে হলে আমাদেরকে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির নানা দিক সম্পর্কে জেনে আমাদেরকে সেভাবে করণীয় নির্ধারণ করতে হবে, বিশেষ করে অভিযোগ প্রতিকার সম্পর্কে জানতে হবে। এমন জিআরএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অত্যন্ত বেগবান হবে বলে আমরা মনে করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই যুবক আটক
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে