প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে

মতবিনিময়কালে এমপি ছালাম

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আবদুচ ছালাম বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকেও ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মায়েরা সচেতন হলে বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে।

তিনি গতকাল বৃহস্পতিবার পাঁচলাইশ ও চান্দগাঁও থানা শিক্ষা অফিস আয়োজিত পাঁচলাইশ থানা শিক্ষা অফিস মিলনায়তনে চান্দগাঁও, পাঁচলাইশ থানার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়া তাই প্রমাণ করে। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে সরকার কাজ করে যাচ্ছে। পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার মু. আবদুল হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চান্দাঁগাও থানা শিক্ষা অফিসার মো. শফিকুল হাসান।

বক্তব্য রাখেন চান্দগাঁও থানা সহকারী শিক্ষা অফিসার এস, আর রাশেদ, শারমিন জাহান, পাঁচলাইশ থানা সহকারী শিক্ষা অফিসার লিপি রাণী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীসহ স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সৈকতে ভেসে এলো তরুণীর মরদেহ