বাফুফের গ্রাসরুট কোচিং কোর্স চট্টগ্রামে শুরু

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তৃণমূল পর্যায় থেকে ফুটবল কোচ সৃষ্টির লক্ষ্যে গ্রাসরুট কোচিং কোর্স শুরু করেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে শুরু হয়েছে এই কোর্স। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারি টিটু, সিজেকেএস অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মাহবুব আলম পোলো, দিপক বড়ুয়া, সিডিএফএ যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহেদ । এই কোর্সে চট্টগ্রামের ৩৭ জন কোচ অংশ গ্রহন করছে। এই কোর্স চলবে পাঁচ দিন।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী এবং রাইজিং জুনিয়র জয়ী
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটে জয় পরাজয়ের খতিয়ান