টি-টোয়েন্টি ক্রিকেটে জয় পরাজয়ের খতিয়ান

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

২০০৫ সালে টিটোয়েন্টি ক্রিকেট নামে ক্রিকেটের নতুন এক সংস্করণ চালু হয়। টেস্ট এবং ওয়ানডের মত টিটোয়েন্টি ক্রিকেটের প্রথম ম্যাচটিও খেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। শুরু মাত্র দুই বছরের মাথায় ক্রিকেটের এই ফরমেটের বিশ্বকাপ আয়োজন করা হয় ২০০৭ সালে। তবে প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিন আফ্রিকার মধ্যকার ম্যাচটি ছিল ২৬১৭ তম টিটোয়েন্টি ম্যাচ। এই ২৬১৭টি ম্যাচের মধ্যে সবচাইতে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান। তারা খেলেছে ২৩৯টি ম্যাচ। যেখানে জয় ১৪০টি আর পরাজয় ৮৯টি। টাই হওয়া ম্যাচ জিতেছে তারা একটি। হেরেছে ২টি। ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২১৯টি ম্যাচ খেলেছে ভারত। তাদের জয়ও পাকিস্তানের সমান ১৪০টি। পরাজয় ৬৮। টাই হওয়া ম্যাচ জিতেছে ভারত ৪টি। ৬টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২১৬টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তারা জিতেছে ১০৯টি আর হেরেছে ৯০টি। টাই হওয়া ম্যাচে জিতেছে দুইবার। হেরেছে ৭ বার। ৭ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের। ১৯৩টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের জয় ৮১ আর পরাজয় ৯৯। টাই হওয়া ম্যাচ জিতেছে ক্যারিবীয়রা ২টি, হেরেছে একটি। ১০ ম্যাচের কোন ফল হয়নি। ১৮৯ টি ম্যাচ খেলেছে শ্রীলংকা। যেখানে তাদের জয় ৮৫ আর পরাজয় ৯৮। টাই হওয়া ম্যাচ জিতেছে দুটি আর হেরেছে ২টি। পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ১৮৮টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের জয় ১০০ আর পরাজয় ৮১টি। টাই হওয়া ম্যাচ জিতেছে একটি। হেরেছে ২টি। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১৮২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যেখানে তাদের জয় ৯৪ আর পরাজয় ৮০টি। টাই হওয়া ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা ২টি। ৪ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১৭৪টি ম্যাচ খেলেছে দক্ষিন আফ্রিকা। যেখানে তাদের জয় ৯৪টি আর পরাজয় ৭৪টি। টাই হওয়া ম্যাচ জিতেছে একটি। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এই তালিকায় বাংলাদেশ খেলেছে ১৬৮টি ম্যাচ। সেখানে ৬৪টি জয়ের পাশপাশি হারের সেঞ্চুরি পূরণ করেছে টাইগাররা। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ ৯৯ টি পরাজয় নিয়ে বসে আচে আগে থেকেই। কিন্তু তাদের টপকে বাংলাদেশ লজ্জার সে রেকর্ড গড়ে ফেলল যুক্তরাষ্ট্রের কাছে হেরে। আফগানিস্তান ১৩০ ম্যাচের মধ্যে জিতেছে ৭৯টি । হেরেছে মাত্র ৪৮টি। টাই হওয়া দুটি ম্যাচে তারা হেরেছে। তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাত্র ২০১৯ সালে টিটোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্র ম্যাচ খেলেছে ২৭টি। যেখানে তাদের জয় ১৬টি। হেরেছে ৯টি। টাই হওয়া ম্যাচ জিতেছে একটি আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই পরিসংখ্যানে জয়ের শতকরা হারে সবচাইতে তলানিতে বাংলাদেশ। যেখানে তারা হারের সেঞ্চুরি পূরণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাফুফের গ্রাসরুট কোচিং কোর্স চট্টগ্রামে শুরু
পরবর্তী নিবন্ধশেখ কামাল জুনিয়র এ্যাথলেটিক্স ১০০ মিটারে চট্টগ্রামের মারুফের রৌপ্য জয়