শেখ কামাল জুনিয়র এ্যাথলেটিক্স ১০০ মিটারে চট্টগ্রামের মারুফের রৌপ্য জয়

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বালকদের ১০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছে চট্টগ্রামের ছেলে আলিম হোসেন মারুফ। এই ইভেন্টে সে সময় নিয়েছে ১১.৫০ সেকেন্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত স্বর্ণ জিততে পারেনি চট্টগ্রামের তরুণ মারুফ। সে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হয়ে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছে। এই প্রতিযোগিতায় চট্টগ্রামের আট জন অ্যাথলেট অংশগ্রহণ করছে। যেখানে ৪ জন বালক আর ৪ জন বালিকা। দলটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় এ্যাথলেট সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল। তিনি জানিয়েছেন চট্টগ্রামের অ্যাথলেটরা তিনটি ইভেন্টে অংশ নিয়েছে। আজ মেয়েদের হাই জাম্পে পদক পাওয়ার আশা করছেন তিনি। উল্লেখ্য ৩দিন ব্যাপী এই প্রতিযোগিতা গতকাল শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটে জয় পরাজয়ের খতিয়ান
পরবর্তী নিবন্ধভেটার্ণ ফুটবল টুর্নামেন্টে চকবাজার ওয়ার্ড চ্যাম্পিয়ন