ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টে চকবাজার ওয়ার্ড চ্যাম্পিয়ন

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত আ জ ম নাছির উদ্দীন ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টে ১৬ নং চকবাজার ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চকবাজার ওয়ার্ড ২০ গোলে আব্দুল গনি কন্ট্রাক্টর স্মৃতি সংসদকে পরাজিত করেছে শিরোপা জিতে নেয়। দলের পক্ষে জাহাঙ্গীর আলম মিন্টু ও বোরহান উদ্দিন ১টি করে গোল করেন। চ্যাম্পিয়ন দলের জাহাঙ্গীর আলম মিন্টু ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিটুরাজ বড়ুয়া । বিনয় ভূষন দাশ বাবলু সেরা গোলকিপারের পুরস্কার লাভ করে। বিজিত দলের মোজাম্মেল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। এছাড়া হাটহাজারী খেলোয়াড় সমিতি টুর্নামেন্টের সেরা সুশৃঙ্খল দলের পুরস্কার লাভ করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও মেডেলসহ নগদ ৩০ হাজার টাকা এবং রানারআপ দলকে ট্রফি ও মেডেলসহ নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুজিবল আলম চৌধুরী। সমিতির সদস্য নাসির উদ্দিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হায়দার কবির প্রিন্স, সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী ও শাহনেওয়াজ শামীম, যুগ্ম সম্পাদক শরীফ টুটুল, মো. লোকমান, সোহেল হোসেন, অঞ্জন চক্রবর্ত্তী, শামীম বিল্লাহ, এম এম আনিসুর রহমান মিরাজ, মো. জহির উদ্দিন, মো রাশেদ, মমিনুল হক, মো. বাদশা ও মো. জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। এই ফাইনালকে ঘিরে এম এ আজিজ স্টেডিয়ামে সাবেক তারকা ফুটবলারদের মেলা বসেছিল। অনেকেই মাঠে আসেন তাদের পরিবার পরিজন নিয়ে। নিজেদের সোনালী দিনের সাক্ষী হয়ে থাকা এম এ আজিজ স্টেডিয়ামে পা পড়েছে এসব তারকা ফুটবলারদের পরিবার পরিজনদের। তাইতো তারা এমন আয়োজন বারবার দেখতে চান।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল জুনিয়র এ্যাথলেটিক্স ১০০ মিটারে চট্টগ্রামের মারুফের রৌপ্য জয়
পরবর্তী নিবন্ধআজ আরেকটি লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ