পতেঙ্গা সমুদ্র সৈকতে ২০ অবৈধ দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে উঠা ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল চলা অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।

অভিযানে তিনি অবৈধভাবে গড়ে উঠা বাকি দোকানদারদেরও শুক্রবারের (গতকাল) মধ্যে নিজ দায়িত্বে মালমাল সরিয়ে নেয়ার জন্য আল্টিমেটাম দেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, সম্প্রতি বিচ ম্যানেজমেন্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারের মধ্যে অবৈধ দোকানদের নিজ দায়িত্বে সরে যাওয়ার কথা। আমরা আজ (গতকাল) পরিদর্শনের সময় দেখেছি অবৈধ দখলদাররা এখনো সরেনি। এসময় আমরা ১৫ থেকে ২০টি দোকানদারকে সরিয়ে দিয়েছি এবং শুক্রবারের মধ্যে বাকি অবৈধ দোকানদারদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি। এরপরও তারা যদি না সরে তাহলে আমরা ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার তিন যুবক
পরবর্তী নিবন্ধভোগান্তি কমবে শাটলে, যুক্ত হচ্ছে পাওয়ার কার