টেকনাফে ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার তিন যুবক

রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসেছেন একজন

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ঝর্ণা দেখতে যাওয়া দুই যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার বাঘঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ রিদুয়ান (২৬) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে রেদুয়ান (২২)। অপহরণকারীদের কবল থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসেছেন রেদুয়ানের ভাই ফয়জুল করিম রিয়াদ (৩০)। অপহৃত রেদুয়ানের মামা বলেন, সকালে আমার দুই ভাগিনাকে বাহারছড়া নোয়াখালী পাড়া ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে নিয়ে যায় দোকানের কর্মচারী। এ সময় তাদের অপহরণ করা হয়। অপহরণকারীদের কবল থেকে রিয়াদ পালিয়ে আসে। এ সময় তাকে ধাওয়া করে দায়ের কোপে রক্তাক্ত করা হয়। রিয়াদ পালিয়ে আসলেও রেদুয়ানকে রেখে দেয় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ছমি উদ্দিন বলেন, তিনজনকে অপহরণের চেষ্টা করে অপহরণকারী। একজন পালিয়ে আসে অপর দুইজনকে অপহরণের ব্যাপারে জানতে পারলাম। ঘটনাস্থলে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে তক্ষকসহ আটক ২, ছয় মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সমুদ্র সৈকতে ২০ অবৈধ দোকান উচ্ছেদ