ফটিকছড়িতে তক্ষকসহ আটক ২, ছয় মাসের কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ১০:৫৭ অপরাহ্ণ

ফটিকছড়িতে তক্ষকসহ দুজনকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ। শুক্রবার (২৪ মে) ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়ন এর কুড়ই বাগান এলাকা থেকে বন্যপ্রাণী তক্ষকসহ দুই আসামিকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ।

আটকৃতরা হলেন-মো: পলাশ হোসেন (৩৮) এবং মো. মিলন (২৪)। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী।

আসামি দু’জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধতুমব্রু সীমান্তে মাইন বি’স্ফোরণ, দুই বাংলাদেশী আহত
পরবর্তী নিবন্ধটেকনাফে ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার তিন যুবক