তুমব্রু সীমান্তে মাইন বি’স্ফোরণ, দুই বাংলাদেশী আহত

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ১০:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরও তিন বাংলাদেশী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরমধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বর্তমানে দুইজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুরুতর আহতরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবু তাহের। এ ঘটনায় নবী হোসেন নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিম এলাকায় এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পর খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া আরো তিনজন নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ তিনজনের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, দ্গ্ধ ২
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে তক্ষকসহ আটক ২, ছয় মাসের কারাদণ্ড