চন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫০ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চন্দনাইশের ৪৭ জন রোগীকে মোট ২৩ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, মাঠ কর্মকর্তা শফিউল আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে অমলিন থাকবে
পরবর্তী নিবন্ধটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্পিনিং মিল পরিদর্শন