দরিদ্র বিধবার গোয়ালে বজ্রপাত, পুড়ে মরল ঋণে কেনা দুই গরু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একটি গোয়াল ঘরের দুটি গরু পুড়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর তেকোটা এলাকার হতদরিদ্র বিধবা দিলোয়ারা বেগমের মালিকাধীন গোয়ালঘরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। জানা যায়, ৩ বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দিলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে দিলোয়ারা বেগম একাই লড়ে যাচ্ছেন। অভাব অনটনের সংসারে ১ ছেলে ও ৪ মেয়ে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুছাগল লালন পালান শুরু করেন। কিন্তু শুক্রবার রাতে বজ্রপাত তার সহায় সম্বল কেড়ে নিল। দিলোয়ারা বেগম বলেন, কোরবানির ঈদে বিক্রি করা লক্ষ্যে ঋণের টাকায় গরুগুলো নিয়েছি। শুক্রবার রাতে বজ্রপাতের আঘাতে আমার দুটি গরুসহ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহতালা আমার গরু কেড়ে নিয়েছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মাহবুব পলাশের কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে সিঙ্গাপুরে সবজি, ফলমূল ও মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে