কালীপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক ফকির পাড়া এলাকায় এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাহমিনা সোলতানা তানজু বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ও বৈলছড়ি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের শামশুল ইসলামের কন্যা। ঘটনাটি ঘটেছে ওই এলাকার ইজ্জতনগর মোস্তাক ফকির পাড়ায় মেয়েটির নানির বাড়িতে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিগত ১২ বছর আগে বৈলছড়ি ইউনিয়নের শামশুল আলমের সাথে কালীপুরের তাহেরা বেগমের ডিভোর্স হয়। তাদের সংসারে জন্ম নেওয়া তাহমিনা নানির বাড়িতে থাকতো। তার মা শহরে একটি বাসায় বুয়ার কাজ করে। বাঁশখালী পুলিশের রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) তপন কুমার বাগচী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারীবাদ সকলের জন্যে
পরবর্তী নিবন্ধরামুতে ২ কেজি আইস উদ্ধার