কাউখালীতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃ’ত্যু, আহত ৪

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৫:১৩ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে ঘরের ভেতর ধর্মীয় প্রার্থনারত অবস্থায় এক স্কুলছাত্রী মারা গেছে। একই ঘটনায় ওই ছাত্রীর মা, দাদা-দাদী ও মামা আহত হয়েছে। রোববার (৫ মে) সকাল ৬টার দিকে উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অর্শা চাকমা (১৫) বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সে মানিকছড়ি এলাকার অরুন চাকমার মেয়ে।

একই ঘটনায় প্রার্থনারত অবস্থায় থাকা পরিবারে চার সদস্য হলেন- নিহত স্কুলছাত্রীর মা রঙ্গিলা চাকমা, দাদা যদু কুমার চাকমা, দাদী বনলতা চাকমা ও মামা স্বপন চাকমা।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর পৌনে ৬টার দিকে আকাশে বিজলি গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এসময় বজ্রপাত নিহত অর্শা চাকমার বসতঘরে আঘাত হানে। অর্শা চাকমাসহ পরিবারের আরও চার সদস্য প্রার্থনারত অবস্থায় ছিলেন, তারা চারজনই আহত হন এবং ঘটনাস্থলে অর্শা চাকমা নিহত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর ও ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উষাতন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসম্পদ অর্জনে এগিয়ে মুজিব, বাড়িঘর নেই আবছারের!
পরবর্তী নিবন্ধথানচিতে কেএনএফের তাণ্ডব : রিমান্ড শেষে ৪ আসামি ফের কারাগারে