সিটি টাইগার্স ক্লাবের ফুটবল কমিটি গঠন

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

সিডিএফএসিজেকেএস তৃতীয় বিভাগ ফুটবল লিগকে সামনে রেখে সিটি টাইগার্স ক্লাবের এক সভা ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এলায়েন্স গ্রুপের পরিচালক সৈয়দ ইয়াসির হায়দার রিজভীকে চেয়ারম্যান ও বিএসএ গ্রুপের পরিচালক নাফিদ নবীকে কোচেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া নিয়াজ মোর্শেদ চৌধুরী জকিকে টিম ম্যানেজার ও রোকন উদ্দিন চৌধুরীকে সহকারী ম্যানেজার, ফরিদ উদ্দিনকে কোচ ও আবুল কালামকে সহকারী কোচ মনোনীত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের কোচ হতে আগ্রহী নন পন্টিং
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ রেলিগেশন লিগে স্টার ক্লাবের জয়