১ম বিভাগ রেলিগেশন লিগে স্টার ক্লাবের জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে জয় পেয়েছে ঐতিহ্যবাহী স্টার ক্লাব। সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকালের খেলায় স্টার ক্লাব ২৫ রানে শতদল ক্লাব জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে শতদল জুনিয়র প্রথমে ব্যাট করতে পাঠায় স্টার ক্লাবকে। স্টার ক্লাব ৪৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের হয়ে রবিউল হাসান ৩১,শচীন বাবু ৩০,মাহবুবুর রহমান ২৮,ইয়াসিন আরাফাত ১৩,ইমরান হোসেন ১২ এবং মো. সাকিব ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। শতদল জুনিয়রের পক্ষে সাদমান মাহমুদ ২৮ রানে ৬টি উইকেট দখল করে। ২টি উইকেট পান আতিকুর। জবাবে শতদল ক্লাব জুনিয়র ৩২.৫ ওভার খেলে ১২৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে জাকির হোসেন ২২,সুহু ২৪, ফাহিম ১২,তানভীর শিহাদ ৩৪ এবং মাসুম সিদ্দিক ১২ রান করেন। স্টার ক্লাবের ইমরান হোসেন এবং মিরাজ উদ্দিন ৩টি করে উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান তানভীর হাসান এবং মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসিটি টাইগার্স ক্লাবের ফুটবল কমিটি গঠন
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান ম্যাচের এক টিকিট ২০ হাজার ডলার!