কাল একুশে পদকপ্রাপ্ত রফিক আহামদের নাগরিক সংবর্ধনা

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্তিতে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদকে নাগরিক সংবর্ধনা প্রদান করবে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সুধীজনেরা। আগামীকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৫টায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে সভাপতিত্ব করবেন নাগরিক সংবর্ধনার আহ্বায়ক প্রফেসর মু. সিকান্দার খান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা অধিদফরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, এমআরএএর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, বিইউএফটি’র উপাচার্য ড. ওবায়দুল করিম, বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের জিএম নূর আনোয়ার হোসেন রনজু, বিসিবির পরিচালক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন্স জেলা গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বেতাগীতে কৃষক সমাবেশ
পরবর্তী নিবন্ধনিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার