কল্পলোক মডেল মসজিদের টাকা আত্মসাতের ব্যাপারে যা বললেন খতিব আবু আহমদ

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৮:০৫ অপরাহ্ণ

গত ১৬ মে দৈনিক আজাদীর অনলাইনে ‘কল্পলোক মডেল মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত কমিটি গঠন’ শীর্ষক প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের বক্তব্য দিয়েছেন মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবু আহমদ আজহারী।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, পত্রিকায় প্রকাশিত সংবাদটি পুরোপুরি সত্য নয়। মসজিদের টাকা আত্মসাৎ হয়েছে তা ঠিক, তবে তা আত্মসাতে সরাসরি একাই জড়িত থাকার কথা স্বীকার করেছেন মসজিদের খাদেম মুহাম্মদ রিদওয়ান হোসেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে খতিব ও ইমাম মাওলানা আবু আহমদ আজহারীকে নির্দোষ ও মসজিদের টাকা আত্মসাতে তিনি জড়িত নন বলে নিশ্চিত করা হয়েছে।

মাওলানা আবু আহমদ আজহারী এ প্রসঙ্গে বলেন, একটি মহল প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে উদ্দেশ্যমূলকভাবে মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় তাঁর জড়িত থাকার কথা প্রচার করছে। এটি সম্পূর্ণ বিদ্বেষপ্রসূত ও ষড়যন্ত্রমূলক।

পূর্ববর্তী নিবন্ধকাঠগড়ায় অঝোরে কাঁদলেন শিলাস্তি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু