লোহাগাড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৩৯ অপরাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে ডাম্পট্রাকের ধাক্কায় মোহাম্মদ কাইছার (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা গেইট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে আরেক আরোহী গুরতর আহত হয়েছেন।

নিহত কাইছার লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সওদাগর পাড়ার নুরুল আবছার প্রকাশ বদনের পুত্র ও আহত জিয়া একই এলাকার মৃত ফোরক আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মোটরসাইকেলকে একইমুখি ডাম্পট্রাক পেছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে কাইছার প্রাণ হারান।

স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজারের চকরিয়া জিয়াউর রহমান জিয়ার মালিকানাধীন মেসার্স জননী এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কাইছার চাকরি করতেন।

বৃহস্পতিবার রাতে তারা দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলকে পেছনে ধাক্কা দেয় ডাম্পট্রাক। এতে মোটরসাইকেলে থাকা দুই জনই হতাহত হন।

শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় নামাজে জানাজা শেষে নিহত কাইছারকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। আহত জিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ডাম্পট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, চার বিএনপি নেতাকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ৩৬০ কেজি মাছ জব্দ