সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ৩৬০ কেজি মাছ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৬০ কেজি মাছ জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন ও মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস প্রমুখ। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাস্টাশিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

কিন্তু নিষেধাজ্ঞা চলাকালে তা উপেক্ষা করে কিছু জেলে মাছ শিকার করছেন বলে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালান। অভিযানের সময় ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দের পর নিলামে সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধএনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, দম্পতি আটক